যে গঙ্গার জলে পুজো করি,
সেই গঙ্গায় ময়লা ভাসে।
এক চিমটে ময়লাতেই জল দূষিত...
চলার পথে কত কথা শুনি-
ভালো কথা, খারাপ কথা;
একটা বাজে কথায় মন খারাপ হয়ে যায়।
একশ ভালো কথাও মন ফেরাতে পারে না।
মন জলের মতো-
রং ও আকার বদলায়:
কোথায় আছে, কার সাথে আছে, কেন আছে,
কখন আছে, কীভাবে আছে...
তার ওপরেই নির্ভর করে সব।
খারাপ কথা কানে নিলেই বিপদ।
এড়িয়ে যাওয়াই শ্রেয়।
আবার বেশি ভালো কথাও কানে নিতে নেই-
পা চাটা পাবলিক হিংসকের থেকেও ভয়ঙ্কর!
অনেকটা গঙ্গায় মরা ভাসানোর মতো...