ময়লা জামাকাপড় পরা ওই লোকটাকে
সমাজ থেকে বের করে দেওয়া উচিত।
এটা ভদ্রলোকের সমাজ-
সুন্দর জামাকাপড় পরে যারা রাস্তা চলে,
তাদের দেখতে কি সুন্দর লাগে!
সেদিন সেই রেমন্ড স্যুট পরা ভদ্রলোকটার কাছে
সেই ভিখারিটা ভিক্ষা চাইতে এসেছিল,
তিনি উবেরের দরজা বন্ধ করতে করতে ওকে লাথি মারলেন।
সেদিন সেই লি জিন্স পরা ছেলেটা
মণ্ডপের ভিড়ের ভিতর অচেনা বৌদিকে ইচ্ছে করে ঠেলছিল।
সেদিন সেই দামি জামদানি শাড়ি পরা ভদ্রমহিলা
বাবার বয়সী রিকশাওয়ালা বৃষ্টির জন্য একটু বেশি ভাড়া চাওয়ায়
তার গালে ঠাস্ করে এক চড় মারলেন।
সেদিন সেই বেনেটন টপ পরা মেয়েটা
একটা গোবেচারা ছেলেকে দেখে সিটি মেরে বিশেষণ বললো।
বৃদ্ধ বৃদ্ধা এস্টিম গাড়ি থেকে নেমে
দোকানে বসে গরম রসগোল্লা খেলেন,
বললেন, 'পয়সা দিয়েই আমরা খেতে বসেছি'।
বয়স্ক মানুষের সাথে কচি দোকানদার কি মুখ লাগাবে!
সেদিন কেন, এই সুন্দর শহরে এসব রোজ দিন ঘটে।
এদের কে সমাজ থেকে বার করে দেবে?