কোথাকার জল দাঁড়ায় কোন জায়গায় গিয়ে।
সেই ছেলেটা হাল চালাত।
সুযোগ পেলেই মাটির ওপর কী সব হিজিবিজি আঁকত।
লোকে বলতো, 'বাবার দেনা হবে'।
সেদিন খাতায় আঁকল...
গুপ্তধনের নকশা!
চারদিকে ঢাক পেটানো নাম।
এখন এসি ঘরে থাকে, গাড়ি চড়ে।
সেই ছেলেটা ঘর বানাত।
সুযোগ পেলেই সিমেন্ট দিয়ে জুড়ে দিতো ইট।
লোকে বলতো, 'জোড়াতালি মেরে আর কতদিন সংসার চালাবে'!
সেদিন জুড়ে দিলো...
ভেঙ্গে যাওয়া রাজনৈতিক দল।
চারদিকে ঢাক পেটানো নাম।
এখন এসি ঘরে থাকে, গাড়ি চড়ে।
সেই ছেলেটা সেলাই-এর কাজ করতো।
সুযোগ পেলেই সুতো কেটে ফেলতো দাঁত দিয়ে।
লোকে বলতো, 'ইঁদুরের উত্পাত'।
সেদিন কেটে দিলো...
শত্রু শিবিরের কেবিলের তার।
চারদিকে ঢাক পেটানো নাম।
এখন এসি ঘরে থাকে, গাড়ি চড়ে।
সেই ছেলেটা ঘুমের ঘোরে নাক ডাকত।
সুযোগ পেলেই দেখে নিতো স্বপ্ন।
লোকে বলতো, 'কর্মবিমূখ, দেশের বোঝা'।
সেদিন ঘুমের ঘোরে...
খুঁজে পেল অঙ্কের ফর্মুলার দিশা।
চারদিকে ঢাক পেটানো নাম।
এখন এসি ঘরে থাকে, গাড়ি চড়ে।
কার জীবনে কখন আসে মোড়...
ছোটো কাজ করতে করতেই জন্ম নেয় বড় সফলতা...