জীবনে চলার পথে বহু জায়গায়
ছোট হতে হয়।
এই জায়গা গুলো জীবনের বাঁক নামে পরিচিত।
চলার পথে বাঁক না এলে,
চলার আনন্দই মাটি।
বাঁক মানে জীবনে নতুন দিশা।
মনের গভীরে আছে আরেকটা অজানা মন-
তাতে লুকিয়ে থাকে বড় হওয়ার অনুপ্রেরণা।
বড় হতে গেলে আগে
ছোট হওয়ার দরকার আছে।
অতীত শিক্ষক।
সে মৃত হয়েও জীবিত।
বর্তমানকে সে পথ দেখায়।
গড়ে ওঠে ভবিষ্যৎ।
যার অতীত নেই,
তার বর্তমানও নিখোঁজ।
যার বর্তমান নিখোঁজ,
তার ভবিষ্যৎ জলে।
অতীত খোঁচা মারে-
যে জন্ম নেয়, তার নাম তাগিদ।
আমি আরো ছোট হতে চাই,
সবার থেকে বড় হয়ে ওঠার জন্য!