আমি নইগো নদীর স্রোত,
নই আমি সময়ের বাস্তবতা।
আমি সুখ দুঃখের মূর্তি-
রক্তে মাংসে গড়া, জীবনের তৎপরতা।
আমি দৌড়াই না কারো সাথে।
সময় যাকে কঠোরতা শেখায়,
সে পথ চলে একা একা।
নিয়তি লুটেরার মতো পথ আটকে দাঁড়ায়।
এখানে দোকা কেবল নিজের হৃদয়।
মন মাঝে মধ্যে কোথায় উড়ে যায়।
কষ্ট করে তাকে আবার ডেকে আনা।
হৃদয় সদা পাশে থাকে, অপার ব্যস্ততায়।
ভাসতে নাইবা পারি নদীর স্রোতে।
চলতে নাইবা পারি সময়ের নির্দেশে।
নিজের চলা পথেই নিজে চলি, হারানো হাতছানি-
হিসাব নেই না পাওয়ার, পাওয়ার আনন্দ নেই মিশে।
কেবল পথ চলাতেই আনন্দ-
হোক না মেঠো পথ।
রাজপথে নাইবা গেলাম,
নদী ও সময়ের কাছে নাইবা রাখলাম শপথ।
মেঠো পথে যেমন পিছলে যাওয়ার ভয়,
রাজপথে গাড়ির ধাক্কা।
নিজের কাছে নিজে ঠিক,
বাকি সব ফক্কা।