বড় লোকে প্রায়ই বলে,
'ছোট আছিস তুই আমার থেকে'।
বড় মন তা কখনো বলে না।
কিন্তু বড় মানুষ কোথায় থাকে?
লোকে বলে, 'হিমালয়ে',
আর রং তুলি ফুল মালা দিয়ে আঁকে।
ছোট মনের ভিতরেই
বড় হৃদয়কে ধুলো দিয়েছে ঢেকে।
অন্তরেও আছে এক হিমালয়-
চোখ সমান হলে দেখা যায় তাঁকে।
বলি ছোট মনে হবে না কভু
কেবল অনুভব করো নিজেকে।
নিজেকে সম্মান করতে পারি না,
তাই ছোট বলি অন্যকে।
যে যার ক্ষমতায় করে খায়,
প্রয়োজন সকলকে।
মানব জাতি একে অপরের পরিপূরক-
দূর করো সন্দেহের কালিমাকে।
তাঁর সৃষ্টির ভিড়ে আমরা সবাই রাজা-
চলো বিসর্জন দিই প্রজা নামক অজ্ঞতাকে।