ছেলেটা এসেছে শহরে সুদূর গ্রাম থেকে
লেখাপড়া করে বড় হতে।
অভাব তাকে রাজার নীতির দরজায় টেনে নিয়ে গেছে-
আদর্শ যার আছে, তার পেট ভরে না ডাল ভাতে।
ওর বাবা বিড়ি বাঁধে।
মা লোকের বাড়ি কাজ করে।
ও হল একমাত্র সম্বল।
ওর ভরসাতেই রোজ প্রদীপ জ্বলে কুঁড়ে ঘরে।
ও রাজ বিরোধী কথা বলেনি,
গেছিল অবস্থার সামাল দিতে,
পুলিশ ওকে ধরে নিয়ে গেছে-
কলঙ্কিত ওর শিক্ষা প্রতিষ্ঠান পৌষের রুক্ষ শীতে।
ছাত্র আন্দোলন গড়ে উঠেছেঃ
চারদিকে 'ছেড়ে দাও', 'ছেড়ে দাও' রব।
কেউ কেউ বলছে, 'এটা শাসকের চক্রান্ত'।
কেউ আবার নিশ্চুপ নীরব।
শেষ পর্যন্ত কী হবে জানা নেই!
তবে ওর কোনো ক্ষতি হলে রাজাবাবু পড়ে যাবে-
কারণ গণতন্ত্রে নায়কের কোনো জায়গা নেই
আর প্রতিবাদী মানুষেরই এখানে জয় হবে।