ছেলেটা কোথায় গেল?

ওর বাবা মা গেছিলেন যন্তর মন্তর-এ প্রতিবাদ করতে,
সাথে ওর বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরাও ছিল-
ফলাফল: হাজত বাস।

পায়ে কাদা লাগলে যেভাবে মানুষ
ঘাসে মুছে তা পরিষ্কার করে,
ঠিক সেই ভাবেই গণতন্ত্রকে পায়ের তলায়
পিষে মারা হল নিষ্ঠুর ভাবে।

কেউ বলছে: পতাকা তোলা দল ওকে মেরে পুঁতে দিয়েছে।
কেউ বলছে: ও সিরিয়াতে পালিয়ে গেছে।
কেউ বলছে: পতাকা নামানো দল ওকে লুকিয়ে রেখেছে নিজেদের স্বার্থে------

দিন যায়, মাস যায়, গঙ্গা দিয়ে কত জল বয়ে যায়,
তবু নাজিরের দেখা নেই।
ও কি সংখ্যা কম-দের ঘরে জন্মেছে,
তাই ও দোষী?

সন্ন্যাসী রং যিনি পরেন, তার কোনো ধর্ম হয় না,
কারণ মানুষ ও মানবিকতা তার কাছে সব থেকে বড়।
ভারতে আজ সন্ন্যাসী রঙের মানে বদলে গেছে-
মুমূর্ষু গণতন্ত্রের শুকনো মুখখানি ঢাকা হচ্ছে তা দিয়ে !
মরার আগে মৃত বলে তাকে ঘোষণা করা হবে !