নিজেকে চেনা খুব মুশকিল-
মন কখন কী চায়,
হৃদয় কখন কী বলে...
নিজেকে না চিনলে
নিজের ভবিষ্যৎ অজানা থেকে যায়।
আমি কী পারি, কী পারি না-
কোন জমিতে দাঁড়াতে গেলে কর লাগে না:
মাটি আলগা হলেই জুতো নষ্ট।
যদি বলি চিনেছি তোমাকে।
ডাহা মিথ্যে ছাড়া আর কিছু নয়!
সময় কাটাতে, রসনা ভেজাতে,
ঘামে ভেজা গায়ের চাঞ্চল্য পেতে,
রোদে শীতল ছায়াতে দাঁড়াতে,
শীতে শ্বাসের উত্তাপ নিতে,
দিনে রাতে পাশে থাকার প্রতিশ্রুতিতে...
তোমাকে একান্ত প্রয়োজন।
চেনা অচেনার ভিড়ে
ভবিষ্যৎ লুকিয়ে।
চেনা অচেনার ভিড়ে
বহমান সংসারের ফল্গুধারা।
চেনা অচেনার ভিড়ে
সময়ের সাথে পাল্লা দেয় জীবন।