খরিদ্দার কি বোঝা?
খরিদ্দার না এলে
দোকানদারের পেট চলবে কি করে!
সকাল থেকে খরিদ্দারের আশায়
হাঁ করে বসে থাকে দোকানদার।
খরিদ্দার আসার জন্য দোকান খোলার আগে
দোকানদার ধূপ ধুনা দেয় রোজ।
অর্থাৎ খরিদ্দার দোকানদারের লক্ষ্মী।
ভাড়াটিয়া কি বোঝা?
ভাড়ার টাকায়
বহু বাড়িওয়ালার লোন শোধ হয়,
কারো বা মাসের বাজার দোকান ওষুধের খরচ,
কেউ কেউ ভাড়ার টাকা জমিয়ে ঘুরতেও যায়।
অর্থাৎ ভাড়াটিয়া বাড়িওয়ালার লক্ষ্মী।
তেমনই-
রোগী হল ডাক্তারের ধন
আর মক্কেল উকিলের ধান।
দোকানদার, বাড়িওয়ালা, ডাক্তার ও উকিল
সকলের বিশেষ ভাবে
লক্ষ্মী পুজো করা উচিত।
লক্ষ্মীর সাথে অসৎ ব্যবহার করলে,
ব্যবসা লাটে ওঠার কথা বলবো না-
ধান্দাবাজকে সমাজ থুতু দেবে
আর সেই থুতুতে সে ডুবে মরবে!