১) চার হাত
কার্বনের চার হাত-
চার হাতে চারটে হাইড্রোজেন।
মরার পরে পুরো দেহ কার্বন।
জীবিত অবস্থায় চার হাতের লুট-
এক হাত ডাকাতি করে,
এক হাত সিঁধেল চোর,
এক হাত পকেটমার
এবং শেষ হাত ছিঁচকে চোর।
আমি কোনো হাতে খাই না-
আপনি কী কারো হাতে খান?
খাই আমি কেবল নিজের হাতে।
২) সাপ ব্যাঙ চামচিকে
সাপেদের দুনিয়ায় সাপেরাই রাজা।
এনাকোন্ডা ভয়ঙ্কর,
আস্ত মানুষ গিলে খায়।
ক-তে কেউটে আসছে তেড়ে,
পাবলিক ইঁদুর ছানা।
শিওর চাঁদার বিষ আছে,
মান নেই।
জলঢোঁড়া সভ্য,
বিষ মঙ্গল ও শনিতে,
বাকি দিনে শান্ত।
বাক্স ভরা বিষ-
বাক্সে বন্দি মানুষ।
সাপের বন্ধু ব্যাঙ-
সে ব্যাঙ খায় না,
তাকে কেবল ডেকে আনে নিজের প্রচারেI
ব্যাঙ দু প্রকার-
সোনা ব্যাঙ বড় পর্দায়
আর কুনো ব্যাঙ ছোট পর্দায়।
যত কর্ম পর্দায়,
পর্দার আড়ালে নেই।
সাপের বন্ধু ব্যাঙ, ব্যাঙের বন্ধু চামচিকে।
চামচিকেরা সারা দিন খেলা করে,
লেখা পড়ার বালাই নেই।
তারা করিতকর্মা- কর্মক্ষমতায় বড়।
তিন বন্ধুর জামানা-
শিক্ষিতরা পালিয়ে বাঁচে-
জাতির অন্ধ ভাবনা।