অপরকে যত ব্যথা দেবে,
নিজে তত ব্যথা পাবে।
কথা গুলো পুরোপুরি ভুল-
পরের ভালো করতে যে ব্যাকুল,
তার জ্বালা সবথেকে বেশি এই সমাজে।
সুখ বাঁচে কেবল অকাজে কুকাজে।

অপরকে যদি দেখাও অহংকার  
নিজেরই পতন হবে বারংবার।
কথা গুলো পুরোপুরি ভুল-
যে বিনয়ী, তারই ভাসে দু কূল।
সে ভাসায় খেই নেই, অহংকারী দেখে হাসে-
হারানো অস্তিত্ব আর কি কখনো ফিরে আসে?

ভুল আমাদের ব্যাখ্যা গুলোই।
জেনো, যা হয় সেটা ভালোই।
নিজে যত ব্যথা পাবে, ওপরের ব্যথা বুঝবে তত।
যত হারাবে, ততই করবে মাথা নত।
যে বিনয়ী সকলের ব্যথা বোঝে
ঈশ্বর কেবল তাকেই খোঁজে!