ব্যাপারটা একান্তই ব্যক্তিগত।

বলুনতো,
যে ব্যক্তিগত জীবনে অসৎ,
সে রাষ্ট্রকে কিভাবে সৎ পথে চালাবে;
যে ব্যক্তিগত জীবনে চরিত্রহীন,
সে রাষ্ট্রকে কিভাবে স্বচ্ছ রাখবে;
যে ব্যক্তিগত জীবনে লোভী,
সে রাষ্ট্রকে কিভাবে মুক্ত করবে;
যে ব্যক্তিগত জীবনে ধরাশায়ী,
সে রাষ্ট্রকে কিভাবে তুলে ধরবে...?

রাষ্ট্রের থেকে ব্যক্তি আলাদা নয়-
পিঁয়াজের খোসার মতো-
ব্যক্তি রাষ্ট্রে বিলীন, রাষ্ট্র ছাড়া অস্তিত্বহীন।
উল্টোটাও সত্য।

ব্যক্তিগত তাই রাষ্ট্রায়ত্ত,
রাষ্ট্রায়ত্ত তাই ব্যক্তিগত।

তা বলে কারো খাওয়া দাওয়া, বেশভূষা, দাম্পত্যে
নাক গলানো উচিত নয়।
ওটা ফ্যাসিস্টদের কাজ।
দু হাতই ফ্যাসিস্ট পোষে।

মনে রাখবেন,
কোনো ব্যক্তি বিচ্ছিন্ন নয় পরিবার থেকে,
কোনো পরিবার বিচ্ছিন্ন নয় সমাজ থেকে,
সমাজ বিচ্ছিন্ন নয় গ্রাম থেকে,
গ্রাম বিচ্ছিন্ন নয় রাজ্য থেকে,
রাজ্য বিচ্ছিন্ন নয় দেশ থেকে
এবং দেশ বিচ্ছিন্ন নয় বিশ্ব থেকে।