তাঁর হাতের পুতুল-
যা বলে তাই শোনে।
না শুনলে, চাকরি যাবে
অথবা সুদূরে স্থানান্তর।
আর শুনলে পদোন্নতি।
তিঁনি কে?
সর্বেসর্বা।
তাঁরই দেশ, তাঁরই সেনা, তাঁরই প্রজা।
তাহলে পুতুল কে ?
যারা তাঁর উপাধিধারী ভৃত্য।
ওরা ব্যাঙ্গমা ব্যাঙ্গমী।
ঘরে দ্বন্দ্ব (মিলন),
বাইরে দ্বন্দ্ব (ঝগড়া)।
ঘরে দ্বন্দ্ব (ঝগড়া),
বাইরে দ্বন্দ্ব (মিলন)।
স্বামী স্ত্রী ভাই বোনের মতো।
পরম বন্ধু।
এই সম্পর্কই থাকুক বেঁচে।
দুজনেই দুজনের কথা শুনুক।
এতে দেশেরও মঙ্গল, দশেরও মঙ্গল।