সেদিন তোমায় তোমার নিকট কেউ
বুলেট প্রুফ জ্যাকেটটা পরতে মানা করেছিল-
সেটা পরলে দেহরক্ষীর হাতে এভাবে তোমায় মরতে হতো না!
তুমি সরে গেলে তার আপন মানুষ রাজা হবে তাই।
মানুষের ক্ষমতার লোভকে
জোঁকের রক্ত চোষার সঙ্গে তুলনা করা যেতে পারে।
শেয়াল কুকুরে যেমন ঝোপ থেকে
টেনে হিঁচ্ড়ে বার করে আনে পচন ধরা মৃতদেহ,
ঠিক তেমনই ক্ষমতার লোভ টেনে বার করে আনে
ক্ষুধার্ত এক পশুকে আমাদের অন্তর থেকে-
সে পশু গিয়ে দাঁড়ায় মানবিকতার কাঠগড়ায়,
চিৎকার করে বলে, 'মূল্যবোধ নিপাত যাক'।