বৃষ্টি চাতকের আশা।
বৃষ্টি তপ্ত মানবতার সকরুণ বেদনা।
বৃষ্টি জলে ভেজা মনের ভাষা।
বৃষ্টি পচে যাওয়া ফসলের চোখের কান্না।
বৃষ্টি জলমগ্ন চলার পথ, খেলার মাঠ, নর্দমা নালা।
বৃষ্টি বিদ্যুতের তারে মরণ ফাঁদ।
বৃষ্টি উপড়ে পড়া গাছের এলোমেলো ডালপালা।
বৃষ্টি রাতের কালিমায় ঢেকে যাওয়া এক ফালি চাঁদ।
বৃষ্টি হারানো শৈশবের কাগজের নৌকা।
বৃষ্টি ভেজা ঘুড়ি ছাদের কার্নিশে।
বৃষ্টি স্তব্ধ জীবনে বন্দি একা।
বৃষ্টি একদিনের নষ্ট জন জীবন ব্যস্ততার আকাশে।
বৃষ্টি আবহাওয়া দপ্তরের অশনি সংকেত।
বৃষ্টি খিচুড়ি আর ইলিশ ভাজা ভরপেট।