পনেরো লক্ষ টাকা আজও একাউন্ট-এ এল না!

মুচি থেকে দোকানদার,
ইঞ্জিনিয়ার থেকে ব্যবসায়ী,
ডাক্তার থেকে অধ্যাপক------
সকলেই গিলেছিল টোপ!

বোয়াল মাছের টোপটা
জীবন্ত মানুষের চিতাভস্ম দিয়ে বানানো হয়েছিল,
তাই মেঘ না চাওয়া সত্ত্বেও যেমন বৃষ্টি আসে,
ঠিক তেমনই পুকুরের মাছ না চাওয়া সত্ত্বেও
গণতন্ত্রের ঈশ্বর, মানুষ, এসেছিলেন!  

বেল তলাতে নেড়া যায় কিন্তু একবার।
এখন মানুষ বেল গাছটা কাটতে ব্যস্ত,
তাই আগামী দিনে বেল তলায় যাওয়ার জন্য
নেড়া থাকতে পারে
কিন্তু বেল তলা আর থাকবে কই?