প্রধান মাথার বাস ভবন থেকে ওদের ঘর বেশি দূরে নয়।
এপার ওপার। দশ মিনিটের রাস্তা। দুটোই ভারতবর্ষ।
এপারে- ঝাঁ চকচকে রাস্তা ঘাট,বড় বড় ঘর বাড়ি, দোকানপাট,
বিলাতের গাড়ি, বাঁধানো গাছ...
ওপারে- রোজগারের ভাত নেই, জীবনের জল নেই,
চোখের আলো নেই, মানব সভ্যতা নেই, নেই শুধু নেই...
প্রধান মাথার নামটা শুধু বদলায়। পাঁচ বছর পরপর।
বদলায় না তাঁর বাস ভবন, টেবিল চেয়ার, প্রতিশ্রুতি আশ্বাস।
বদলায় না ওপারের বঞ্চনা, হতাশা ও অন্ধকার।
বহু মানুষ জানে না যে
ওপারেও আরো একটা ভারতবর্ষ আছে।
যারা সারা ভারত ঘুরে দেখেন,
তারাও চেনেন না ভারতকে সঠিক ভাবে।
তোমার ভারত ও আমার ভারত এক হোক।
সেতু বানাই চলো একটা।
সভ্যতার নয়, ভালোবাসার
কারণ সভ্যতার হাহাকার সভ্যতা মেটায় না।