১) বসে খাওয়া
'আমি তোমার মতো বসে বসে খাই না'।
'দাঁড়িয়ে যে কেউ খাবার খায় তা কখনো শুনিনি'।
'এ বসা সে বসা নয়'।
'চিরকাল কেউ দাঁড়িয়ে থাকতে পারে না'!
২) রাজা প্রজা
রাজায় রাজায় যুদ্ধ হয়
কিন্তু তারা কখনো ময়দানে যায় না।
তাহলে করা যায়?
প্রজারা।
দু পক্ষের প্রজারাই মরে অসহায় ভাবে
যখন দু পক্ষের রাজারা মোমবাতির আলোয় ডিনার করে।
বোতাম টেপা থেকে শুরু করে সীমান্ত-
সব রাজাদের একই কাহিনী,
সব প্রজাদের একই দুঃখ।
৩) বাঁদর
বাঁদরের তাড়া খেয়ে সন্ন্যাসী দৌড়তে লাগলো।
দৌড়তে দৌড়তে যখন সে হাঁপিয়ে উঠলো,
তার বিবেক বললো, 'ভয় পেও না, ঘুরে দাঁড়াও'।
সে ঘুরে দাঁড়াতেই বাঁদর গুলো সব ভয়ে পালিয়ে গেলো।
সে বললো, 'কত ধ্যান করেছি, তবু তাঁকে দেখতে পাইনি।
আজ স্বচক্ষে তাকে দেখলাম'।