সব থেকে বড় শত্রু মন।
যে যা ভাবে তাইই হয়।
সূর্যোদয়ে তাজা, ম্লান সূর্যাস্তে।
কখনো লড়ে জিত, কখনো পরাজয়।
মনকে বাগে আনা সব থেকে শক্ত।
অবাধ্য মন হৃদয়কে শোনে না।
তাকে বশে আনা অত সহজ নয়।
অন্যের কথায় কেবল নাচা গানা।
ভাল মানুষকে মন বিগড়ে দেয়।
অসৎ মানুষ হয় ভালোর মনের মতো।
মন হারালে মন পাওয়া যায় না।
সৃষ্টি বিহীন পথে ব্যর্থতা যত।
বাগে আনা মন সঠিক পথে চলে।
অসতের ভিড়ে সত্য দেখে।
বশে আনা মন নিজেকে খোঁজে।
অন্যের কথা ঝেড়ে ফেলে সময়কে আঁকে।