বড় হতে গেলে
আগে শোনার অভ্যেস তৈরি করতে হয়।
যে বড় হয়,
তাকে নিয়ে বিতর্ক হয় সব থেকে বেশি।
ওর মধ্যে কি আছে
যা আমার মধ্যে নেই-
এটাই বিতর্কের হেতু।
যে বেশি দূর যেতে পারেনি
তার খোঁজও কেউ রাখে না-
তার সব কিছুই ভালো
কারণ সে নাগালের মধ্যে।
যে শুনতে জানে না,
সে কখনোই বড় হতে পারে না।
বড় হতে গেলে
আগে দু কান কাটা হও।
কথা ধরলেই কথার জালে আটকে পড়বে,
ব্যাস আর বড় হওয়া হবে না।
যারা কথা বলে,
তারা তোমার নাগাল পায় না বলেই বলে।
যদি তোমাকে তারা হাতে ধরতে পারে,
তাহলে আর হাততালি মারার অবকাশ খুঁজে পাবে না।
এই সব মানুষেরা যাদের হাতে ধরতে পারে,
তাদের হাতের পুতুল বানিয়ে নেয়-
তাকে নিয়ে এ হাত ও হাত করে।
আমি সবার হাতের নাগালের বাইরে থাকতে চাই বৈকি
কিন্তু নিজের হাতের বাইরে আমি কখনোই যেতে চাই না।