কে চলে গেছে তোমায় ছেড়ে।
সে আছে তোমারই কাছে।
তোমার প্রাণের বন্ধু হয়ে।
সে যাবে না কোনোদিন ছেড়ে।
যত অসময় আসুক কাছে।
বিপদে আপদে থাকবে ত্রাতা হয়ে।
বড় কঠিন বন্ধু মেলা।
প্রাণের পাশেই বন্ধুর খেলা।
কেনো ভাবো পাড়ার বন্ধুর কথা।
সে বলে কেবল তাকেই ভাবতে।
কেবল প্রাণ খুলে শোনো তারে।
কষ্ট পাও কেনো ভেবে কার কথা।
সে ব্যথা দিয়ে বলে তাকে ভাবতে।
দুর্দিনে কেবল খুঁজে পাও তারে।
বড় কঠিন বন্ধু মেলা।
প্রাণের পাশেই বন্ধুর খেলা।