আলো আঁধারের গোপন খেলা-
একে অপরের পরিপূরক।
এটাই স্বাভাবিক কারণ-
আলো আছে বলেই আঁধার আছে
আর আঁধার আছে বলেই আছে আলো।
নূরের প্রথম স্বামীর গল্প।
তাদের গোলাপী ঘরে এসে হাজির রোশনাই।
আলোর চাই অতি আলো-
অতি আলোয় চোখ অন্ধ-
প্রেম অন্ধই,
তাই হিংসার মতো সর্বব্যাপী।
রোশনাই স্বয়ং সম্রাট।
শের আফগানের হাতে বাঘিনী নিহত।
আঁধার রূপ দিলো আলোর রোশনাই।
জাহাঙ্গীর প্রাণে বাঁচলেন।
কিন্তু এক চিলতে আলো নেভালো সকল অন্ধকার-
শের আফগান জাহাঙ্গীরের হাতে নিহত।
প্রেম ও হিংসার সহবাস।
সেই বাঘিনী জাহাঙ্গীরকে মারতে আসেনি,
বাঁচাতে এসেছিলো শের আফগানকে,
অন্য এক বাঘিনীর হাত থেকে।
নূর ক্ষমতা লিপ্সু।
শেষ নেই প্রেমের,
শেষ নেই হিংসার,
শেষ নেই ক্ষমতার...
তাই শেষ নেই জন্মের ও হত্যার।
বিশ্বের আলোর নীচে পাতালের অন্ধকার,
স্বর্গ তাই বিশ্ব থেকে এক সহস্রাব্দ দূরে।