বিড়াল চললো
তার ছানাকে নিয়ে
নতুন আন্দোলনের পথে।
আন্দোলন বাঘের বিরুদ্ধে-
বাঘের গায়ে দারুণ গন্ধ,
তাই তাকে ঘরে আর রাখা যাবে না,
তাকে পাঠাতে হবে গভীর বনে।
বাঘের পাহারায় মানুষ আসতো না ঠিকই
কিন্তু পরকে দিয়ে ঘর আগলালে
পরের জ্বালাও সহ্য করতে হয় বৈকি-
একে তো নিজের জ্বালায় জ্বলছি।
বেলে মাছের মাথায় পাথর আছে,
নেই বুদ্ধি।
বিড়াল বেলে মাছ নয়-
যদিও সে বেলে মাছ খেতে খুব ভালোবাসে-
তার মাথায় প্রচুর বুদ্ধি।
সে অতি সহজেই মানুষের পোষ্য হয়ে গেল,
যা বাঘ হতে পারেনি মানুষ খাওয়ার লোভে।
কিন্তু মানুষ যদি তাকে শায়েস্তা করতে আসে,
সে মানুষের খাবার চুরি করে-
টিট্ ফর ট্যাট্।