গুটি গুটি পায়ে
পা টিপে টিপে আসা
সকলের অজান্তে
নিঃশব্দে নিস্তব্ধে।
কে সে?
তোমার আমার নিয়তি!
টেবিলে রাখা মাছ চুরি করে খাওয়া।
কি মাছ?
তোমার আমার দৈহিক ও মানসিক পুষ্টির জন্য
যে সুখ ও সমৃদ্ধির প্রয়োজন।
নিয়তির হাতে নিধন হয় সুখ ও সমৃদ্ধির।
শান্তি তুলসী তলায় মাথা ঠুকে মরে-
যে গাছের গোড়ায় নিয়তি প্রতিদিন নাভিশ্বাস ফেলে।
বিড়াল সবার ঘরে ঢোকে-
সব দরজা জানলা বন্ধ থাকলেও!
বিড়াল সব লোকের পাতের মাছ চুরি করে খায়-
সে নিরামিষভোজী হলেও!
এই বিড়াল যে সে বিড়াল নয়-
প্রত্যেক জীবনের সাথে তার জন্ম
এবং মৃত্যু কেবল চিতায় শেষ মৃত্যুরই সাথে।
মাঝে সময়ের সাথে পথ চলা-
জীবনের সাথে বা মৃত্যুর সাথে কখনোই নয়!
সময়ের হাতে বলি আমরা সবাই-
মায়ের ভোগে না এলেও!