শেষ দিন। শেষ কাল।
গণতন্ত্র সমাজতন্ত্রের মুখোশ পরা হিটলারের জীবনাবসান।
রাবণের মুখে সীতাপতির নাম, পরনে নেকড়ের ছাল।
সভ্যতা হারালে, পাওয়া যায় না ফিরে তার মান।
কালো টাকা ফিরিয়ে আনার নামে
সাদা টাকা কলঙ্কিত হল- জওয়ানদের রক্তের বিনিময়ে,
গরীবের মাথা থেকে পায়ে ফেলা ঘামে,
আর অল্প সংখ্যকের বেঁচে থাকার প্রতিনিয়ত ভয়ে।
বুকের ছাতি বড় চাই না, বড় হোক মন।
নেই শিক্ষা, নেই সংস্কৃতি। কেবল গুণ্ডারাজের বিরাজ।
ধর্মের নামে অধর্ম। মিথ্যাচার ঘনঘন।
হারানো মানব সভ্যতা ব্যভিচারী আজ।
রাজামশাই কাপড় পরেছেন কিনা জানা নেই।
ওর জামা দিয়েই মোছা হোক তোমার আমার পায়ের ধুলো।
ওর বিপথ ওর জামাতেই পরিষ্কার হবে, ভবিতব্য এটাই।
আমাদের পথ আমরা গড়ে নেবো, আঙুলের ছাপ দিই চলো।
নেভার আগে একবার দপ্ করে জ্বলে ওঠে প্রদীপ।
আমাদের সূর্য আছে, তাই নেইকো ভয়।
ওরা শীতের শেষ রাতের জাগ্রত মরা সরীসৃপ।
ভোর হচ্ছে, মনুষ্যত্বেরই হবে বিপুল জয়।