বিনয় বাবু একদম বিনয়ী নন।
দলের ভাণ্ডার থেকে টাকা তোলেন
দলের অজান্তে।
(এই কারণেই দল করা)।
বিনয় বাবুর বাড়ি হল
কিন্তু ছেলেটা রোগে ভুগে চোখ হারালো।
প্রণামীর বাক্স থেকে টাকা তোলেন
পুরোহিতের অজান্তে।
(এই কারণেই পুজো করা)।
বিনয় বাবুর গাড়ি হল
কিন্তু ওনার স্ত্রী রোগে ভুগে পঙ্গু হয়ে গেলেন।
করেন সতের ওপর বাটপাড়ি-
মানুষের টাকা ঝাড়েন মানুষেরই অজান্তে,
হাভাতের ভাত মারেন হাভাতের অজান্তে,
বিবেকীর বিবেক হাতিয়ে নেন বিবেকীর অজান্তে!
(এই কারণেই চুরি করা)।
বিনয় বাবু হঠাৎ মারা গেলেন।
বিনয় তার মৃতদেহকে ডেকে বললো,
'হাতের কাজ বেহাত কেন করতে?
পায়ের কাজে উপায় কেন রাখতে না'?
মৃতদেহ ফিসফিস করলো,
'পেটের কাজে মাথা ঘামাতাম তাই!
মাথার কাজে পেট নাচাতাম তাই'!