বিনা অপরাধে অপমান সহ্য হয় না-
সজারুর কাঁটা হয়ে গায়ে বিদ্ধ করে।

এ যুগে অপরাধীরা কোথাও অপমানিত হয় না-
বুক ফুলিয়ে ঘুরে বেড়ায় এ প্রান্ত থেকে ও প্রান্ত-
কারণ কালের হাওয়া তাদের গায়েই লাগে।

যে নিরপরাধ তার গায়ে লাগে কেবল
অপরাধীদের ঝেড়ে ফেলা ধুলো।
যায় মন ময়লা নয়, তার গা ময়লা হয়।
যার মন ময়লা, সে ধুলো ঝেড়ে ফেলে
সহজেই অপরের ঘাড়ে দোষ চাপিয়ে দেয়।
  
অপরাধীরা সব জেলের বাইরে
আর নিরপরাধরা সব নিজের সততার জালে বন্দি।
সততা মানুষের সব থেকে বড় শত্রু
কারণ সব থেকে বেশি কষ্ট সৎ মানুষেরাই পায়।
অসৎ বড়ই সুখী আজ-
সে সৎ মানুষের দুঃখে সুযোগ খুঁজলেও,
সৎ মানুষ কিন্তু তার সুখে হিংসা করে না,
বরং তাকে বলে সতর্ক হতে।