ভগবান এক জোড়া হাত দিয়েছেন,
দিয়েছেন এক জোড়া পা।
কাজ করে খাও।
অভাব তাড়াও।
তিঁনি একটা মাথাও দিয়েছেন।
মাথা খাটিয়ে লেখাপড়া করো-
অন্ধকার ঘুচে যাবে।
ওপর থেকে কেউ নেমে এসে
তোমার দুঃখ দূর করবে না।
যেমন কাজ করবে,
ঠিক তেমনই ফল পাবে।
জন্ম একটাই।
একই জন্মে মানুষ বহুবার জন্মায়।
সময়ে অসময়ে সময় থেকে
মানুষ বারবার অভিজ্ঞতা অর্জন করে।
এ জন্মের ফল, এ জন্মেই ভোগ করে যাবে।
মনে রাখবে-
ধনীর ঘরে ধনী জন্মায়,
গরীবের ঘরে গরীব।
জন্মটা মা বাবার হাতে,
কোনও ভগবানের হাতে নয়।
নিজের অবস্থানের উন্নতি সাধন করো,
আকাশ কুসুম কল্পনা না করে।
সূর্য ওঠে, চাঁদও ওঠে।
দিন আসে, রাতও হয়।
ঋতুর পরিবর্তন ঘটে।
জোয়ার ভাটা খেলে নদীর বুকে।
সবই প্রকৃতির নিয়মে।
আবর্তন ও মহাকর্ষীয় বলের কারণে।
জীবনে কখনও দিন, কখনও রাত।
জীবনে কখনও উত্তাপ, কখনও বর্ষণ, কখনও শীতলতা।
জীবনে কখনও জোয়ার, কখনও ভাটা।
এটাও প্রকৃতির নিয়ম।
তাই প্রকৃতির সাথে লড়ে যাও
প্রকৃতির সাথে নিজেকে মানিয়ে নিয়ে!
ভয় পাও নিজের বিবেকে-
নিজের কাছে সৎ থাকার পরমানন্দ।
বিজ্ঞান না পড়লেও,
বিজ্ঞানমনস্ক হওয়াটা সকলের জন্য জরুরী।