বিজ্ঞানী বিশ্ব নাগরিক-
তাঁর না আছে দেশ, না আছে গণ্ডি।
তাকে বাঁধে সাধ্য কার!
বেড়া জাল টপ্কে যাওয়ার জন্যই তাঁর জন্ম।
যেখানে রাজনীতি তাঁর ভূমি অধিগ্রহণ করে,
যেখানে কুসংস্কার তাঁর ঘরের দরজা ভেঙ্গে ঢোকার চেষ্টা করে,
যেখানে মিথ্যা অধঃপতন তাঁর শ্বাস বায়ু হরণ করে...
তিঁনি সেখান থেকে পত্রপাঠ বিদায় গ্রহণ করেন।
তিঁনি দেশদ্রোহী নন, বিজ্ঞানের রক্ষক মাত্র-
বিজ্ঞান বাঁচলেই বিজ্ঞানী বাঁচবেন।
রাজনীতি, কুসংস্কার ও মিথ্যা অধঃপতন বিজ্ঞানের চিরশত্রু জানবেন।
তাঁকে আমরা ভুল ভাবি।
সাধারণ মানুষ তাঁর কাছে কখনোই পৌঁছতে পারে না-
'বিজ্ঞানী' বলতে সাধারণে 'লিভিং ফসিল' ভাবে!
তিঁনি জ্ঞান দর্শন, জন্ম মৃত্যু, পাপ পুণ্য, সুরাসুর সবই অতিক্রম করেন।
সত্যের যেমন শুরু নেই, শেষও নেই।
সময়ের মতোই সে শাশ্বত।
বিজ্ঞানও সত্য ও সময়ের প্রতিরূপ
আর বিজ্ঞানী তাদের মতোই শাশ্বত।