বিদেশী কুকুর পুষতে কোনো ট্যাক্স লাগে না
অথচ একজন ভিখারি যদি রুটি কেনে,
তাকে জিএসটি দিতে হয়।
বিদেশী কুকুর পাড়ার সকল নেড়ি কুকুরকে তাড়িয়ে দেয়
অথচ লেজে না পা দিলে পাড়ার কুকুর কারোকে কামড়ায় না,
তারা ভদ্র।
বিদেশী কুকুরকে চেন দিয়ে বেঁধে
রাস্তায় বার করতে হয়,
তা না হলে সে যাকে তাকে কামড়াবে।
বিদেশী কুকুর কেবল মালিকের বাড়ি পাহারা দেয়
কিন্তু দেশি কুকুর পুরো পাড়া পাহারা দেয়।
বহু মানুষ ট্যাক্স ফাঁকি দিয়ে বিদেশী কুকুর পোষে,
কুকুরের পাসপোর্ট ভিসা ছাড়াই।
ভিখারির ভোটার কার্ড, আধার কার্ড সব ভেসে যায় গঙ্গায়।
তুলসী মঞ্চ কারো জন্য আর অপেক্ষা করে না।
বিদেশী কুকুর মালিকের তুলসী তলা পরিষ্কার রেখে,
ভেজায় পাড়ার দেওয়াল!