মানুষ সহজেই কত কিছু ভুলে যায়।
সরল জিনিস সে মনে রাখতে পারে না।
মন হল জঞ্জাল ফেলার জায়গা।
শহরের অলি গলি থেকে গাড়ি গুলো
জঞ্জাল নিয়ে এসে ফেলে সেখানে।
জঞ্জালে ভরা স্তূপ থেকে দুর্গন্ধ বেরয়।
সারা সকাল এই অবস্থা।
বিকেলে গেলে দেখা যাবে
জঞ্জাল ফেলার জায়গাটা ঝাঁ চকচকে।
শুধু ফিনাইলের গন্ধ।
জঞ্জাল চলে যায় ধাপার মাঠের ওপারে।
পরের দিন সকালে আবার একই কাণ্ড।
কত কিছু আমরা ভুলে যাই-
সম্পর্ক শ্রদ্ধা সৌজন্য।
কত কিছু আমরা মনে রাখতে পারি না-
মনুষ্যত্ব মানবিকতা মূল্যবোধ।
প্রত্যেক শহরেই জঞ্জাল ফেলার জায়গা আছে।
প্রত্যেক মনেই জমে থাকে জঞ্জাল।
জঞ্জালের গাড়ি এখানে কালের হাওয়া।
সময়ের অভিজ্ঞতা বারবার জঞ্জাল মুছতে চায় মন থেকে
কিন্তু কোথা থেকে কালের হাওয়া এসে ভরে দেয় জঞ্জাল!