ভবিষ্যৎ কে বলতে পারে?
গ্রহ, নক্ষত্র না জ্যোতিষী?
ভবিষ্যৎ কে জানে?
হাতের রেখা না সাধু হিতৈষী?

তোমার আমার ভবিষ্যৎ
আছে লেখা বর্তমানের কাজে।
বর্তমানে কি কি করি
তার শিক্ষা লুকিয়ে অতীতের ভাঁজে।

যার নেই অতীত,
তার কোথায় বর্তমান?
যার বর্তমানেই টানা পোড়েন,
ভবিষ্যৎ তার ম্রিয়মাণ।

ভবিষ্যৎ লেখা হাতের কলমে,
ভবিষ্যৎ লেখা এই পৃথিবীর মাটিতে।
রেখা বাঁদরের হাতেও থাকে
আর নক্ষত্রলোক বাইরের জগতে।