একবার ভাব উঠে গেলেই হল-
সেই ঘরে পুজোপাঠ চলছে না চুরি হচ্ছে বোঝা দায়।
মানুষ ভেবে মরে-
যে ঠিক কে বসে আছে সেই ঘরে?
ঠাকুরমশাই না তস্কর?
বোঝা গেলেও বোঝা যায় না,
দেখা গেলেও দেখা হয় না।
ওসব ক্ষমা টমা পরের ব্যাপার-
আগে প্রমাণ হোক, তারপরতো।
তিঁনি কিন্তু ক্ষমা করেন না কখনো-
ধরে ফেলেন ঠিকই।
তাঁর আইন সাংঘাতিক-
আমার তোমার উঠোনে তা ঠাঁই না পেলেও,
সারা আকাশ জুড়ে সেই ঠাঁই।
তাই বলি,
কেবল তাঁর প্রতি বিশ্বাস রাখো
আর নিজের প্রতি বিশ্বাস হারিও না।
জামার বোতাম যেমন বুঝে লাগাতে হয়,
বোতাম টেপার সময় থাকতে হয়
আরো অনেক বেশি সচেতন।
মানুষ মাত্রই ভাব ওঠে।
পুজোর ভক্তির থেকে পরাক্রমের ভক্তি
আরো বেশি সাংঘাতিক।
তাই পুজো করে যাও, পরিত্রাণ পাবে,
পরাক্রমে কোনো পরিত্রাণ নেই।