কোনো কিছু নিয়ে বেশি ভেবো না।
লেখাপড়া নিয়ে বেশি ভাবলে
বই-এর পাতায় কেবল ঘুরপাক খাবে।
ঘুরপাক খেতে খেতে হাঁপিয়ে উঠবে
বই-এর বাইরে নতুন কিছুর অঙ্গীকার।
পরকে নিয়ে বেশি ভাবলে হারাবে নিজের সত্তা।
নিজেকে নিয়ে বেশি ভাবলে
নিজের জালে নিজে আটকা পড়বে-
অহংকার তোমাকে পাঁকে ডুবিয়ে দেবে।
প্রেম নিয়ে বেশি ভাবলে হারাবে তোমার বাস্তব দুনিয়া-
বাস্তবের সাথে লড়াই লড়তে প্রেমিক হৃদয় পারে না।
বাস্তব নিয়ে বেশি ভাবলে হারাবে নিজের কল্পনা শক্তি-
যার কল্পনা নেই, তার নেই কোনো আশা।
বেশি আশা করলেও আবার বিপদ...