বিবেক কোনো মঠ মন্দিরে নেই,
তোমার আমার অন্তরে
সদাজাগ্রত বারো মাস
কেবল ১২ই জানুয়ারি নয়।
সে ছাড়া জীবন মৃত ও যাপন শব!
অন্তরে আরতি করি রোজ দু বেলা-
অন্তরের মন্দিরে সযত্নে রাখি বারো মাস।
বছরে একবার, মানে ১২ই জানুয়ারি,
কেবল লাফ ঝাঁপ দিয়ে কেতা মারি না।
বছরের সব দিনই ১২ই জানুয়ারি!
রোজ সকালে বলি,
'জাগো বিবেক, জাগো নিষ্পাপ শিশুর মতো'।
রোজ ঘুমোতে যাওয়ার আগে বলি,
'রাতে জেগে থাকো নৈশ প্রহরীর মতো'।
মানুষ জেগে থাকলেও বিবেক জেগে থাকে,
আর মানুষ ঘুমোলেও বিবেক জেগে থাকে।
সে যে শাশ্বত।
কেবল অমানুষের বিবেক দু বেলাই ঘুমোয়!
চলো,
সারা বছর বিবেকের মতো জাগ্রত থাকি,
সারা বছর বিবেকের মতো শাশ্বত থাকি।
ছবিতে মালা পরিয়ে লাভ কি?
বিবেককে কখনো কি ছবিতে বাঁধা যায়!
বিবেকের কাছে বিবেক এমনই এসে ধরা দেয়।