ভূতের রাজা: তোমরা কে কেন বোতাম টেপার খেলায় হেরেছ, সেটা অকপটে আমাকে বলো।
ভূত ১: আমার হয়ে যারা কাজ করতো, তারা তলে তলে অন্য দলের সাথে যোগ রাখতো।
ভূত ২: আমি কাজের সময় ঘুমাইতাম, তাই প্রতিশ্রুতি দিয়েও রাখতে পারিনি।
ভূত ৩: আজ্ঞে, আমি একটু নেশা করি।
ভূত ৪: আজ্ঞে, আমার দু জোড়া বান্ধবী আছে।
ভূত ৫: আজ্ঞে, আমি পঞ্চাশ লক্ষ টাকা ঘুষ নিয়েছি।
ভূত ৬: এই দলে কোনো ব্যক্তি স্বাধীনতা নেই, আমি অন্য দলে নাম লেখাতে চাই।
ভূত ৭: মানুষ আমায় চায়নি, আমার ব্যবহার ভালো নয়।
ভূত ৮: আজ্ঞে, আমি বদরাগী, মারপিট করেছি খুব।
ভূত ৯: যে ভূমি থেকে আমি লড়বো, সেখানে আমি কোনোদিন যাইনি। শুধু উৎসবের তিন দিন আগে দুটো সভা করেছি মাত্র।
ভূত ১০: আমি মানুষের সাথে মিশি না, আমি অহংকারী।
ভূত ১১: আমি টাকা নয়ছয় করেছি।
ভূত ১২: আমি দোকানের যন্ত্রপাতি দখল করতে গেছিলাম।
ভূতের রাজা: বুঝলাম। আমার সমষ্টি তোমাদের আর কোনোদিনও কোনো সুযোগ দেবে না। আগে সরিষার মধ্যে ভূত তাড়াই। তারপর অন্য সমষ্টির দোষগুণ বিচার করা যাবে।