ধরুন আপনার সাথে আমার মতে মিলল না-
কথা কাটাকাটির সূত্রপাত,
ঝগড়ার উপক্রম,
হাতাহাতির লক্ষণ...
আমরা দুজন কতটা নীচে নামতে পারি?
একমাত্র পাঁঠারাই সম্পর্ক ভাঙ্গে!
বুদ্ধিমান লোক এক জায়গায় গিয়ে থেমে যায়-
যার নীচে নামলে সম্পর্ক নষ্ট হতে পারে।
যে জায়গায় থামে, তার নাম বাঁধ।
নদীর স্রোত মানুষের আবেগের মতো-
কখনও সেখানে জোয়ার,
আবার কখনও ভাটা।
বর্ষা কালে আবেগ ছোঁয় গগন।
বাঁধের বিশেষ প্রয়োজন।
সমুদ্র উচ্ছৃঙ্খল।
কোনও বাঁধ মানে না।
তবে বোল্ডার ভালো কাজ দেয়।
ঘূর্ণি ঝড় হলে অন্য ব্যবস্থা।
সব কিছুতে বাঁধ থাকা দরকার।
মানুষ অর্থে সভ্য পশু।
জঙ্গলের জানোয়ার বাঁধ মানে না-
অতি সভ্য মানুষ সেই পর্যায়ে যেন না পৌঁছায়!