কন্যার জীবন চিরকাল সর্বনাশী নয়-
সে সমাজ কন্যাই হোক বা
ক্ষেত্র কন্যা।

সমাজ কন্যা অর্থে
মা বোন বৌ মেয়ে;
ক্ষেত্র কন্যা অর্থে
জমি গ্রাম।

দুই কন্যা আলাদা হলেও
অমানুষের ইচ্ছাকৃত ভুলের জন্যই
জলে ভাসে।
জলে ভেসেছে পড়ুয়া,
জলে ভেসেছে গ্রাম।

জলকে আটকানোর উপায়
কারো জানা আছে কি?
জলের আরেক নাম বলে নাকি জীবন
কিন্তু জল মানুষ খুনও করে!

আমি বলি যার হাতে পাইপ,
তাকে আগে ধরো------