১) বামন অবতার
'দাদা, আপনার রং কি'?
'গণতন্ত্রে কোনো রং হয় না'।
'দাদা, আপনার স্লোগান কি'?
'গণতন্ত্রে কোনো স্লোগান হয় না'।
'দাদা, আপনি কোন বোতামটা টিপবেন'?
'জামার বোতাম হয়। প্যান্টেরও বোতাম হয়।
গণতন্ত্রের কোনো বোতাম হয় বলে তো শুনিনি'।
'দাদা, তাহলে আপনার পরিচয়'?
'আমার পরিচয় আমার রঙে নয়, স্লোগানে নয়, বোতামে নয়;
আমার পরিচয় আমার অস্তিত্বে, স্বাধীনতায় ও শিক্ষায়'।
'বুঝলাম'।
'ভাই, তোমাকে একটা প্রশ্ন করতে পারি'?
'বলুন'।
'যারা ভুল করেও ও পথ মাড়ায় না,
তারা কোথায় গিয়ে দাঁড়াবে'?
'বামন অবতারকে গিয়ে জিজ্ঞেস করুন'।
২) মশা
মশা কামড়ালে ম্যালেরিয়া হয়।
মশা কামড়ালে ডেঙ্গু হয়।
মশা কামড়ালে চিকুনগুনিয়াও হয়।
খারাপ মশা যেমন আছে,
তেমন ভাল মশাও আছে।
সেই মশা কামড়ালে শুধু চুলকায়।
চুলকাতে বড় সুখ-
তবে মুখ যেন বিকৃত না হয়।
তাহলে বলুন, মশা কে?