১) বালি

অত বালি যদি রোজ তোলা হয়,
ব্রিজের থাম গুলো কাকে ধরে বাঁচবে?
সে কাগজের বৌ-এর মতো পলকা হয়ে
ভেঙে পড়বে অশ্রু নদীর বুকে
আর খানখান হয়ে যাবে সভ্যতা।

ব্রিজের ওপর তখন
গাড়ি, ঘোড়া বা মানুষ থাকলেই বিপদ।

যারা বালি তোলে,
তারা জানে না যে
বিপদ কোন দিক দিয়ে আসে?
বিপদ যদি সামনে আসে,
তাকে তাড়াবে কি করে?
তারা কেবল মানে-
যে যার জামানায় করে খাক,
বিরোধী শত্রুর বিপদ এখন চোরাবালিতে।

ভয় হয়,
বালি তুলতে তুলতে
বিশ্বসংসার যেন একেবারে খালি না হয়ে যায়!
তাহলে সভ্যতার কোনো খুঁটিই যে আর বাঁচবে না!
অশ্রু নদী ভিজে কাগজের টুকরো গুলো নিয়ে বয়ে যাবে শেষ যাত্রায়!

২) জায়গা

সংসারে সবার আলাদা আলাদা জায়গা।
সংসারে সবার নিজের জায়গা চাই।
সংসারে যে যার জায়গায় ঠিক।

সংসারে প্রত্যেকের জায়গা
প্রত্যেককে ছেড়ে দেওয়া উচিত।
একে অপরের জায়গায় শ্বাস নেওয়া কখনোই উচিত নয়-
এতে বায়ু দূষিত হয়।

সংসারে সবাই শিক্ষিত নাও হতে পারে,
সংসারে সবার রোজগার নাও থাকতে পারে,
সংসারে সবার জায়গা আছে বৈকি!

যে সংসারে একজন জায়গার অভাব অনুভব করে,
সংসার তার কাছে শ্মশান!