বুদ্ধিমান লোক বাজে কথায় কান দেয় না।
কিন্তু সময়ে অসময়ে বুদ্ধিমান লোক
বুদ্ধিহীনের মতো আচরণ করে।
কারো উপদেশে আমি কান দিই না
কিন্তু বিপদের দিনে উপদেশ শুনলে মনে হয়
কে যেন আমাকে শূলে চড়াচ্ছে।
ওপরে উঠলে সমালোচনা হবেই,
কান না দেওয়া শ্রেয়।
নিজের সমালোচনা আমি শুনি না
কারণ কারো সমালোচনা আমি করি না।
কিন্তু যখন পাঁকে পড়ি,
তখন সমালোচনা শুনলে মনে হয়
কেউ যেন আমার গায়ে পেট্রল ঢেলে
আগুন লাগিয়ে দিতে এসেছে।
না কাজ করলে তিরস্কার জুটবেই
কিন্তু ভালো কাজ করে কারো তিরস্কার
একদম সহ্য হয় না।
মনে হয় পাতকুয়ার জলে কেউ ঠেলে ফেলে দিয়েছে।
চলার পথের অঙ্গ-
উপদেশ, সমালোচনা ও তিরস্কার।
চলো কেবল চলাটাকেই
চলার পথের অঙ্গ করে নিই।