আস্তাবলে কেবল বাঁধা ঘোড়া গুলো।
রেস বন্ধ তাই। বিশ্রামের সময়।

আস্তাবলে নেই কোনো আস্থা।
দেওয়ালে আটকে ঘড়ির কাঁটা। এটা অসময়।

আস্তাবলে নেই যে বল।
জীবনে চলার পথে স্থির সময়।

আস্তাবলের বাইরে জীবন রেসের খোলা মাঠে।
ঘোড়ার পায়ে ঘড়ির কাঁটা। বিদায় অসময়।

আস্তাবলের দেওয়াল ভেঙে ছাড়ো ঘোড়াদের।
ডাকছে তোমায় তোমার ত্রিনাথ। অমৃত সময়।

আস্তাবলে হৃদয়ের অন্ধকার। ঘোড়ারা মনের নানান রূপ।
রেসের মাঠে আত্মজ্ঞানের বিকাশ। দূরে অসময়।

আস্তাবলে শতাব্দীর জীর্ণতা। নেই হৃৎস্পন্দন।
ঘোড়া গুলো ঘুমোয় দিন রাত। উধাও সময়।

রেসের মাঠে জীবনের গতি। ভরা হৃদয়।
ঘোড়া গুলো সব ছুটে বেড়ায়। ঘুমন্ত অসময়।

আস্তাবলের জীর্ণতা বলি। পুজোর রেশ।
মন যেখানে সংকুচিত। স্তব্ধ সময়।

রেসের মাঠে প্রাণের খেলা। প্রাণের আলোর মেলা।
হৃদয় সেথায় খোলা। মৃত অসময়।