ব্যবসার শহরের আশেপাশে ঘর।
জাতির যোদ্ধা-
ছাগলদের রক্ষক ও ভেড়াদের যমরাজ।
এটাই কী ভবিতব্য!
যে রাজা,
সে ছাগল ভেড়া উভয়েরই রক্ষক-
সেই রাজার সাথে 'জী' শব্দ যুক্ত।
সে আসল রাজা
সবার রাজা
রাজার রাজা।
তুমি ভেড়া মেরে তার লোম দিয়ে
শীতের জামা বানাও
আর ছাগলদের বলো,
'চিন্তা করিস না,
আমি তোদের পাশে আছি'।
যে রাজা, সে ছাগলও পোষে,
ভেড়াও পোষে।
শীতে কাঁপলেও কখনো ভেড়ার লোমে হাত দেয় না।
অযথা ভেড়া শিকার করাটা ধর্ম নয়-
আমার দুটো ছাগল মরেছে বলে,
তোমার দুটো ভেড়া মারবো,
তেমন নয়।
এটা গণতন্ত্র বিরোধী।
তার আদেশে ছাগল ভেড়া একই গাছের পাতা খেতো।
ছাগল ভেড়া মিলে মারতো আগাছা।
তুলনা ঠিক করে টানবে-
এস বি একজনই
অন্য কেউ নয়-
বাংলার হলেও বাড়ি ভারতে।