অপরের নকল করাই
এখন রীতি।
অপরের নকল করতে গিয়ে
নিজেকে হারানোর ভীতি।
মুখ তো নয়,
যেন সব মুখোশ।
মানুষ তো নয়,
যেন সব নিয়তির পোষা দোষ।
আসল খোঁজা এই সমাজে
জেনে রেখো বৃথা।
নিজের অন্তরে খুঁজি তারে,
জ্বালিয়ে ঝরা পাতা।
নিজের অন্তরটাই আসল-
চলো করি তার ধ্যান।
দশের ভিড়ে না জন্মায় যেন
হৃদয়ের ব্যবধান।
নকল থেকে সাবধান নয়,
নকল থেকে সুরক্ষা।
আসলের আবিষ্কারেই
কেবল জীবের আত্মরক্ষা।
সকলে যে যার
যদি হয় আবিষ্কর্তা।
কলিকে মারবে সত্য-
ভোরের স্বপ্ন নয়, বাস্তব বার্তা।