যজমানি করি, পেট চালাবার দায়:
বৌ বাচ্চা সংসার।
কিন্তু ওটা তো ধর্ম নয়-
মানব সেবাই ধর্মের আধার।
আশ্রয় দিয়েছিলাম মা ও শিশুকে,
ভিন্ন ধর্মের ওরা, খোদার সন্তান।
গায়ে পথের ধুলো, অশ্রু শুকিয়েছে চোখে------
ধর্ম বলে, সব ধর্মই সমান।
সমাজ ধর্মের ধার ধারে না,
তবু পুজো টুজো করে প্রচুর!
সমাজে এখন আমি একঘরে একা।
রোজগারও বন্ধ, ঠাকুরমশাই সবার চোখে ইতর।
ওপরতলা থেকে এসেছে বাহবা।
দিয়েছে সাহায্যের আশ্বাস- গৃহহারা হতাম নতুবা-------