তালে তাল মেলাও,
বেতাল হলে ছন্দ কেটে যাবে।
যেখানে যেমন।
নিজের ব্যাপারটা নিজের ভিতরেই থাক-
কারোকে বুঝতে দিও না যে তোমার মনে কী আছে।
ঝামেলায় পড়বে না।
মতের পরিবর্তন হতে পারে
কিন্তু মতবাদের পরিবর্তন কখনো নয়।
মিলছে না, হাসি মুখে এড়িয়ে চলো,
সম্পর্কে এগিও না।
হাতের পাঁচটা আঙ্গুল কখনো সমান হয় না-
মতভেদ না থাকলে সমাজ এগোয় না।
সকলকে নিয়েই চলতে হবে,
মতে না মিললেও।
নিজের যুক্তি নিজে পালন করো,
যদি পারো লিখে যাও।
তোমার বিরোধীও উদ্বুদ্ধ হতে পারে।