১) আপেক্ষিক

স্বাধীনতা আপেক্ষিক।

ঘরে আপনি বউকে শাসন করেন
আর অফিসে আপনার বস আপনাকে শাসন করেন।
একদিকে আপনি কর্মচারীদের মাইনে কাটেন কাজে ভুল করলে
আর অন্য দিকে আপনার ভাই আপনার সম্পত্তির ভাগ নিয়ে পালায়।

আপনি কখনো ঘরে স্বাধীন,
অফিসে পরাধীন,
কখনো বা তার উল্টো।
দু জায়গায় স্বাধীন কজন আছে এই পৃথিবীতে!
  
২) কল্পনা

'ভাই, আপনি কল্পনার জগৎ থেকে বাস্তবে নেমে আসুন'।

'দাদা, বাস্তবের হেতু কল্পনা, আর কল্পনার হেতু বাস্তব।
দুই বাস্তবের সাথে কল্পনার মেল বন্ধন।
প্রথম বাস্তব, যা ঘটে গেছে।
দ্বিতীয় বাস্তব, যা ঘটবেই।
কল্পনা হল, যা হলে ভাল হতো।
তিন জনকে নিয়েই জীবন।
জীবন আছে মানে কল্পনার সাথে থাকবে দুই বাস্তব।
কিভাবে নেমে আসবো কল্পনার জগৎ থেকে,
তাহলে দুই বাস্তবই যে ধসে পড়বে'!