কি অপরাধে মরতে হল তাকে?
অপরাধটা কি শাস্তির মতোই নৃশংস?
সৌন্দর্যের ব্যাখ্যা প্রেমে
কিন্তু প্রেমের কোনো ব্যাখ্যা নেই
কারণ তা সময়ের মতোই অনন্ত।
সৌন্দর্য আজ সজীব
তো কাল কফিনের ভিতর মৃত প্রায়
আনারকলির মতো-
কে বলে সৌন্দর্য অমর?

বাবা ছেলের টানা পোড়েন একই খুঁটি ধরে-
এতে খুঁটির কি দোষ?
এতো সৌন্দর্যের ধর্ম-
বীরকে সে বন্দি করে,
সন্ন্যাসীকে করে সংসারী,
অপরাধীকে দেখায় মুক্তির পথ,
শান্তকে করে অপরাধী---

সময়ের নেই জন্ম ও মৃত্যু,
প্রেমেরও নেই জন্ম ও মৃত্যু-
সৌন্দর্য আজ কুঁড়ি তো কাল ঝরা পাতা,
গতকালের পাতা ঝরা তো আজকের সদ্য প্রস্ফুটিত ফুল।
আজ মায়াজাল তো কাল মরণ ফাঁদ,
আজ কান্না তো কাল মুক্তি---

কত সৌন্দর্য জন্মায় ও মরে,
আনারকলির মতো।
এতো তার ধর্ম, এতে তার কি দোষ?
যেমন নদীর ধর্ম বয়ে যাওয়া---

আমি আনারকলির দলে, সৌন্দর্যের পূজারী!