আমি সব জানি না।
সে আমাকে দেয় না জানতে।
আমি সব কিছু মানি।
সে আমাকে শেখায় মানতে।
কথায় বলে, সাত সাগর পার।
সাত সাগর মোর অন্তরে।
রূপকথার তেরো নদী।
নদীর স্রোত মনের গভীরে।
চেনা যায় বিপুল বিশ্ব।
তবু নিজেকে চেনার শেষ নেই।
সময় দেখেই পারাপার।
তবু সময়ের ভিড়ে হারাই খেই।
নিজেরে যে চেনে, সে শ্রেষ্ঠ।
সে চিনতে দেয় না।
তবু মানি সব কিছু।
মানার উপায় যে পিছু ছাড়ে না।